অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়ার মিয়া বাড়ি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ওয়াজেদ আলী ও মা সৈয়দুন্নেছা। যাতায়াতের জন্যে ঝালকাঠি সদর উপজেলার ফায়ার সার্ভিস মোড় অটোরিকশা যোগে বাসস্টান্ড যাওয়া যায়। সেখান থেকে ৪০ টাকা ভাড়ায় বাসযোগে নৈকাঠিতে যেতে হবে। তারপর সেখান থেকে অটোরিক্সা যোগে ১৫ টাকা ভাড়ায় মিয়াবাড়ী। মিয়াবাড়ী শেরে বাংলার নানাবাড়ী।